Oil spot remove process


১. কাপড়টি ডিপ কালার এর জন্য রেখে দিতে হবে।
২. প্রথমে কাপড় ডিটারজেন্ট দিয়ে কড়া হট ওয়াস দিতে হবে,  যাতে স্পট সহনীয় পর্যায়ে চলে আসে।
৩. ডিটারজেন্ট এ কাজ না হলে ওয়েল রিমুভার ক্যামিকেল ব্যাবহার করতে হবে।
৪. কাস্টিক দিয়ে ওয়াস করতে হবে যাতে তেল গুলি কাস্টিক এর সাথে ইমালসিফিকেশন রিয়েকশন করে ওয়াটার সলিউবল হয়ে যায়।
নোট:
উপোরোল্লেখিত উপায় গুলি একের পর এক প্রয়োগ করতে হবে যাতে কাপড় এর ভেতরে স্পট চলে যায়,  সব শেষে কাজ না হলে একে ডিপ কালার এর জন্য রেখে দিতে হয়।

Comments

Popular posts from this blog

Green factory

Hydro Extractor | Advantages of Hydro Extractor in Textile Finishing Process

What is Production Planning in Garments industry?