Crease recovery process (Woven Fabric)


ক্রিজ সমস্যা
ওভেন কাপড় এর ফিনিশিং এর যে কয়টি সমস্যা হয় তার ভেতরে কাপড়ে ক্রিজ পড়া ভা ভাজ পড়া  একটি মেজর সমস্যা,  এর মুল কারন হচ্ছে ওভেন কাপড় যখন প্যাডিং করা হয় তখন নীট ডাইং এক্সজোস্ট ডাইং এর মতো লিকারে এন্টি ক্রিজিং এজেন্ট ব্যাবহার করা হয় না।
ওভেন কাপড় এর ডাইং ফিনিশিং এর মেক্সিমাম মেশিন রোলার এবং প্যাডার  বেজেইড তাই কাপড় এর সেটিং এর সমস্যা হলে ইজিলি কাপড়ে ক্রিজ পড়ে ।
কটন এবং লাইক্রা কাপড় এর ভেতরের লাইক্রা কাপড় ক্রিজ প্রবন।
ক্রিজ সমস্যা করবে কিনা বোঝার উপায়:
কিছু ক্রিজ মাইনর যা গার্মেন্টস ফিনিশিং ওয়াস এর পর থাকে না আবার কিছু ক্রিজ গার্মেন্টস ওয়াস ফিনিশিং এর পরে ভিজিবল হয়ে ওঠে ,  তাই উঠবে কি উঠবে না তা নির্ধারন করতে ডাইং ফিনিশিং করা কাপড় ক্রিজ দেখে একমিটার গার্মেন্টস ওয়াস করে দেখে নিতে হয় কাপড় এর ক্রিজ ভাসে কিনা ,  আরেকটি কাজ করা হয় কড়া করে স্টিম আয়রন করে দেখা হয় ক্রিজ থাকে কিনা।
ওভেন কাপড় ক্রিজ দুর করার উপায় :
১. কাপড় কে ভিজিয়ে কন্টিনিউয়াস ওয়াসে ওয়াসিং করা সাধারনত এতে ৫০% ক্রিজ দুর হয়ে যায়।
২. কাপড় কে স্টেনটারে ডাবল প্যাডারে স্টেনটারিং করা এতে এন্টি ক্রিজ দেয়া যেতে পারে যদি এটি সেড চেঞ্জ না করে। এই প্রক্রিয়ায় ৮০% ক্রিজ দুর হয়ে যায়।
৩. লাইক্রা কাপড় হিটসেটিং করে ডাইং করা।
৪.  উপরের উপায়ে কাজ না হলে ডাইং কাপড় কে স্ট্রিপিং করে ফেলা,  এতে ৯০% ক্রিজ দুর হয়ে যায়,  পরে আবার রি প্যাড,  রি ডাইং করে নেয়া হয়।
৫. কাপড়  আবার রি মার্সারাইজেশন করে নেয়া হয় এই উপায়ে কাপড় ৯৫% পর্যন্ত ক্রিজ রিমুভ করা যায় তবে মার্সারাইজেশন করতে হয় ৮০%-১০০% স্ট্রিপ করা কাপড় এবং RFD কাপড়।
৬. RFD অবস্থায় কাপড়ে ক্রিজ ধরে পড়লে ওই কাপড় দিয়ে ডিপ সেড ডাইং করা। কাপড় ডিপ সেডে ক্রিজ চোখে পড়ে না।

Comments

Popular posts from this blog

Green factory

Hydro Extractor | Advantages of Hydro Extractor in Textile Finishing Process

What is Production Planning in Garments industry?