বায়োপলিশিং, এনজাইম ওয়াস, বায়ো সিনজিং কি?


বায়োপলিশিং/ এনজাইম ওয়াস/ বায়ো সিনজিং
বায়োপলিসিং এক প্রকার ক্যামিকেল প্রসেস যা ফেব্রিক কোয়ালিটি,  এপিয়ারেন্স,  হেন্ডফিল উন্নতি করনে ব্যাবহার  করা হয় । সেলুলোজের ফাজিনেস (হেয়ারিনেস / লোমশ ভাব ) জাতীয় দ্রব্য অর্থাৎ নিটেড ফেব্রিকর পিলিং, হেয়ারিনেস দূরীকরনের জন্য ইউজ হয়।
প্রসেস টাইপ: প্রিট্রিটমেন্ট প্রসেস
এনজাইম টাইপ : সেলুলেজ এনজাইম
কিন্তু এটি একটিভ হয় এনজাইম ইউজ করার কারনে।
বায়োপলিসিং এক ধরনের এসিডিক এনজাইম তবে পুরোপুরি না হওয়ায় এটিতে বাফার দ্রবন থাকে কিন্তু এসিডিক এনজাইম হলে তা থাকতো না। (বাফার দ্রবন বলতে   এসিড বা এলকালি যোগ করে পি এইচ পরিবর্তন করাকে বুঝায় )।  বায়োপলিশিং এনজাইম হলো সেলুলেজ এনজাইম।
এই এনজাইম এক প্রকার লাইভ সেল যা ৫৫ ডিগ্রী তে কাজ করতে সক্ষম আর ৭০ ডিগ্রী তে তে সে কাজ করতে অক্ষম বা ডিকটিভেইট হয়ে যায়।
ডাইং করা কাপড় ও এনজাইম ওয়াস করা  যায়।
বায়োপলিসিং এপ্লাইড মেথড:
সেলুলোজ জাতীয় ফাইবার ডিগ্রেডেবল করার জন্য এটি ইউজ করা হয়।রিয়েকটিভ  ডাই দিয়ে ডাইং কনার সময় সেলুলোজ ডিগ্রেডেবল হলে বায়োপলিসিং সবচেয়ে ইফেক্টবল।এটি ওয়ান টাইম প্রসেসে অনেক টাইম ওয়েস্ট থেকে থেকে বাচায়।রিএকটিব ডাইং এ কালার প্রবলেম হওয়া সম্ভাবনা এড়ানোর জন্য এর পি এইচ এসিডিক রাখা হয় যেনো এনজাইম কাজ করতে পারে।(আমরা জানি এনজাইম এসিডিক অবস্থায় কাজ করতে পারে)।এনজাইম সবচেয়ে বেশি সক্রিয় হয় তখন যখন কিনা কাপড়কে সোডা এস দিয়ে নিউট্রাল করা হয় এবং এটি ওয়ান বাত প্রসেসেই শেষ হয়।
আসুন জেনে নেই বায়োপলিসিং কেনো করা হয়:
১.ডেনিমে সবচেয়ে বেশি ইজেবল এই বায়োপলিসিং। কারন এটা ফেব্রিকের পিলিং টেনডেন্সি কমিয়ে দেয়।
২।স্টোন ওয়াসে পাথরে সাথে কাপড়ের ফ্রিকশান ঘটিয়ে ময়লা দূর করতে এর জুড়ি নেই।
৩। এর মাধ্যমে ন্যাচারাল ফাইবারে থাকা তেল চর্বি মোম দূর করে ফাইবারের মজ্জা এর মধ্য থেকে আঠা দূর করে ফাইবারকে ফ্রী করে।
৪।কিন্তু এটির ফলে কাপড়ের স্ট্রেংথ কমে যায়।
৫.ওয়েট কমে যায়।
৬.ওয়াসিং করার সময় অতি সামান্য পিউমিক ময়লা উৎপন্ন করে।
৭।কেমিকেল ইউজ না করে বর্তমানে BOD COD এর মাধ্যমে পানি পরিস্কার করা হয়।
৮.ওয়াসের আগে বায়োপলিসিং ইউজ করলে ওযাস ফাস্টনেস ভাল হয় কিন্তু পড়ে ইউজ করলে খারাপ হয়।
৯. বায়োপলিশিং নীট ফেব্রিক এর হেয়ারিনেস দুর করার জন্য ব্যাবহার হয়।

Comments

Popular posts from this blog

Green factory

Hydro Extractor | Advantages of Hydro Extractor in Textile Finishing Process

What is Production Planning in Garments industry?